ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেন্নাইয়ে বন্যা

জেনারেটর বন্ধ হয়ে হাসপাতালে ১৮ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
জেনারেটর বন্ধ হয়ে হাসপাতালে ১৮ রোগীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে বন্যার পানি ঢুকে জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় ১৮ রোগীর মৃত্যু হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (০২ ও ০৩ ডিসেম্বর) চেন্নাইয়ের মানাপাক্কামে অবস্থিত এমআইওটি ইন্টারন্যাশনাল হাসপাতালে এই রোগীদের মৃত্যু হয় বলে শনিবার (০৫ ডিসেম্বর) জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কি না, তা জানতে রাজ্য কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্ত শুরু করছে।

রাজ্য স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণ জানিয়েছেন, মারা যাওয়া প্রতিটা রোগিই নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বন্যার পানি ঢুকে জেনারেটর ও ভেন্টিলেটর সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় গত দুই-তিনদিনে এতোগুলো মানুষের মৃত্যু হয়।

এদিকে, চেন্নাই ও এর আশেপাশের এলাকাগুলোয় বন্যার পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে নিম্নাঞ্চলগুলো এখনও আট থেকে দশ ফুট পানির নিচে রয়েছে।

খবরে বলা হয়, শনিবার থেকে চেন্নাইয়ে স্বল্প পরিসরে হলেও যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে কিছু কিছু এলাকায় টেলিযোগাযোগ ও রেলসেবা চালু করা হয়েছে। সেই সঙ্গে চেন্নাই বিমানবন্দরও কিছু সময়ের জন্য চালু করা হয় এদিন। তবে যাত্রী পরিবহনের কোনো প্লেন ওঠা-নামা করেনি। চারটি ত্রাণবাহী পরিবহণ প্লেন অবতরনের পরপরই ফের বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি।

দুযোর্গ ব্যবস্থাপনা অধিদফতরের পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানানো হয়েছে খবরে।

টানা বৃষ্টির ফলে সৃষ্ট এ বন্যায় চেন্নাইয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।