ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোববার ফ্রান্সে আঞ্চলিক ভোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রোববার ফ্রান্সে আঞ্চলিক ভোট ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে রোববার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক নির্বাচন। প্যারিস হামলার পর সরকারের পদক্ষেপে জনগণ কতোটা সন্তুষ্ট, তা এ ভোটের মাধ্যমেই জানা যাবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।



রোববার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) শুরু হবে এ ভোট। বিরতিহীন চলে তা শেষ হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ১টা)। এ দিন এ ভোটের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। দেশটির প্রায় সাড়ে চার কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।

নির্বাচন পূর্ববর্তী জরিপগুলো বলছে, এ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। সেই সঙ্গে ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টও (এফএন) ভালো ফল করকে পারে। অপর দিকে, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নেতৃত্বাধীন সোশিয়ালিস্ট পার্টি বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ হারাতে পারেন।

জরিপগুলো আরও বলছে, মধ্য-ডানপন্থি রিপাবলিকান ও ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট এবারের নির্বাচনে ৩০ শতাংশ করে ভোট পেতে পারে। পক্ষান্তরে সোশিয়ালিস্ট পার্টি সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।