ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাকার্তায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জাকার্তায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও ম‍াইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ১৮জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৬ যাত্রী।



রোববার (০৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ট্রেন আসার সংকেত উপেক্ষা করেই রেলক্রসিংটি পার হওয়ার চেষ্টা করছিলেন যাত্রীবাহী মিনিবাস চালক। আর তখনই এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় টামবুরা পুলিশ প্রধান উইরধান্ত জানান, পশ্চিম জাকার্তা থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে কমিউটার ট্রেনটি বোগর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী, এরমধ্যে ট্রেনের কেউ নেই।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৩জনই ঘটনাস্থলে মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এরমধ্যে  মিনিবাস চালক ও তার সহকারীও রয়েছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত ছয়যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জাকার্তা পুলিশের কর্মকর্তা মুসাফাক।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।