ঢাকা: সিরিয়ার রাকা শহরে বিমান হামলায় মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডারসহ ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু জঙ্গিও রয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (০৯ ডিসেম্বর) দেশটির অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। তবে নিহতরা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
আইএস দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ অভিযানে রাকা শহরে প্রায়ই এমন বিমান হামলা চালানো হয়।
এর আগে সোমবার (০৭ ডিসেম্বর) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-হোল এলাকার একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় হতাহত হয়েছেন কমপক্ষে সাত শিশু ও চার নারী।
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/ আপডেট: ০৯৪৫
টিআই