ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলা

বাতাক্লঁ হামলায় তৃতীয় জঙ্গি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বাতাক্লঁ হামলায় তৃতীয় জঙ্গি শনাক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার হল বাতাক্লঁয়ে হামলা চালানো তৃতীয় জঙ্গিকে শনাক্ত করেছে পুলিশ।

বুধবার (০৯ ডিসেম্বর) ফরাসি পুলিশ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় স্থানীয় একটি সংবাদমাধ্যম।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

খবরে বলা হয়, ফ্রান্সের স্ট্রসবোর্গের বাসিন্দা ২৩ বছর বয়সী এক যুবক বাতাক্লঁ হামলায় অংশ নেয়। তার নাম ফুয়াদ মোহম্মদ আগাদ।

২০১৩ সালের শেষের দিকে ফুয়াদ, তার ভাই ও কয়েকজন বন্ধু মিলে সিরিয়ায় যান বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদমাধ্যমটি।

ফুয়াদের সঙ্গে যারা সিরিয়ায় গিয়েছিল, গত বছর বসন্তকালে তাদের বেশিরভাগই দেশে ফেরার সময় গ্রেফতার হন। তবে ফুয়াদ তখনও সিরিয়ায় ছিলেন।

গত ১৩ নভেম্বর প্যারিসে ও এর আশেপাশের ছয়টি এলাকায় পৃথক হামলা চালায় জঙ্গিরা। এর মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে থিয়েটার হল বাতাক্লঁয়ে। ওইদিনের হামলায় প্যারিসে ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। পরদিন হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।