ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমানবন্দর ও একটি সুরক্ষিত বেসামরিক এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে খবরে বলা হয়।
বুধবার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যেমের খবরে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, হামলায় ১৫০ জন আফগান ও বিদেশি সেনা নিহত হয়েছে বলে দাবি তালেবানের। তবে, তাদের ওই দাবি নিরপেক্ষ কোনো সূত্র নিশ্চিত করেনি।
সুরক্ষিত ওই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় কমপক্ষে ৩৭জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে শিশুও রয়েছে। এছাড়া দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নয় জঙ্গিও নিহত হয়।
হামলার প্রায় ২৬ ঘণ্টা পর দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরটি নিজেদের নিয়ন্ত্রণে আনে।
তবে হামলার বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ/