ঢাকা: বুরুন্ডিতে আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেশটি বলেছে, এ ধরনের পদক্ষেপকে ‘আক্রমণ’ হিসেবে দেখা হবে।
রোববার (২০ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের ডেপুটি মুখপাত্র জিন ক্লড কারেরওয়া বলেছেন, নিজ ভূখণ্ডে এইউ বাহিনীর উপস্থিতি কোনোমতেই মেনে নেওয়া হবে না।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বৈঠকে ৫৪ জাতির আফ্রিকান জোট শান্তি প্রতিষ্ঠায় বুরুন্ডিতে পাঁচ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ