ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে ন্যাটো সেনাদের লক্ষ্য করে তালেবানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কাবুল বিমানবন্দরে ন্যাটো সেনাদের লক্ষ্য করে তালেবানের হামলা

ঢাকা: আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত ন্যাটো ও যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান।

সোমবার (২৮ ডিসেম্বর) বিমানবন্দরের পূর্ব গেট এলাকায় তালেবানরা একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।



এ ঘটনায় একজন বেসামরিক নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন।

বিমানবন্দর পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানবন্দরের পূর্ব দিকের গেটটি ন্যাটো ও যৌথ বাহিনীর সেনারা ব্যবহার করেন।

এর আগে, কাবুল বিমানবন্দরের কাছে একটি সড়কে বিস্ফোরণের ‍আওয়াজ পাওয়া যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছ‍ান।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএস

** কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের আওয়াজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ