ঢাকা: শিয়া ধর্মীয় নেতা ও ২০১১ সালে আরব বসন্তে নেতৃত্ব দেওয়া শীর্ষ ব্যক্তিদের একজন নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে শনিবার (০২ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সৌদি আরবকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে সৌদি আরব ও এর প্রতিবেশি রাষ্ট্রগুলোয় বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হামলার পরিকল্পনাকারী ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারী ৪৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডিতদের বেশিরভাগই ২০০৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে সৌদি আরবে ও এর প্রতিবেশি দেশগুলোয় আল-কায়েদার বিভিন্ন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের নাগরিক।
** সৌদি আরবে ৪৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরএইচ