ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা

গয়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
গয়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ঢাকা: ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় ঘটনায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দরের পরিচালক দিলিপ কুমারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরের নজরদারি বাড়ানো হয়েছে।

জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিমকে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া বোর্ডিংয়ের সময় বিমানবন্দরে যাত্রীদের চেক করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বিমানবন্দরের নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সীমানার বাইরে উঁচু গাছগুলোর অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করতে বন বিভাগকে অনুরোধ করেছেন দিলিপ কুমার।

এর আগে শনিবার (২ জানুয়ারি) ভোরে ওই বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৭ সেনা নিহত হয়, নিহত হয় ৫ হামলাকারীও। তবে রোববারও (০৩ জানুয়ারি) ওই বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া বিমানঘাঁটিতে এখনও দুই জঙ্গি হামলাকারী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।