ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষায় জাতিসংঘে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষায় জাতিসংঘে জরুরি বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বুধবার (০৬ জানুয়ারি) উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) এ পরীক্ষা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



একই সময় উত্তর কোরিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল উত্তর কোরিয়ার রিয়াংগং প্রদেশের সুংজিবায়েগাম শহর থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এ জায়গাটি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার ভূগর্ভস্থ পরীক্ষা চালানোর স্থান পুঙ্গে-রি সাইট থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।

তবে কিম জং-উন প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পরীক্ষার ব্যাপারে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার দিনের যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
আরএইচ

** হাইড্রোজেন বোমা পরীক্ষায় কেঁপে উঠলো উ. কোরিয়া!
** হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি উ. কোরিয়ার
** উত্তর কোরিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।