ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মারা গেলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

ঢাকা: জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মোহাম্মদ সাঈদকে গত ২৪ ডিসেম্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এ ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি মারা যান।

জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার ব্লাড কাউন্ট ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া ফুসফুসে সংক্রামণের কারণে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৬ জানুয়ারি) তাকে ভেন্টিলেটর সার্পোটে নেওয়া হয়।

২০১৫ সালের ১ ‍মার্চ পিডিপি-বিজেপি জোটের জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মুফতি মোহাম্মদ সাঈদ।

বাংলাদেশ সময়:০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।