ঢাকা: মায়ানমারের ইয়াঙ্গুনে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার (বাংলাদেশ সময় রাত ২টা) দিকে ইয়াঙ্গুনের মিঙ্গালাযায় মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৬৫টি ফায়ার ইঞ্জিনসহ ছয়শ অগ্নি নির্বাপক কর্মী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন মোকাবেলার সময় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে চীনা সংবাতদমাধ্যম শিনহুয়ার খবরে।
ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী ইউ মাইন্ত সুই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মার্কেটের চতুর্থ ও পঞ্চমতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় খবরে।
এর আগে ২০১০ সালের ২৪ মে এ মার্কেটে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএইচ