ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে তিন রুশ নাগরিককে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনার পর এ তিনজনকে গ্রেফতার করা হলো।
ইস্তাম্বুলের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে কিছু সিডিও জব্দ করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম বুধবার (১৩ জানুয়ারি) এ খবর দিয়েছে। তবে ঠিক কখন ওই তিনজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি।
ভূমধ্যসাগর উপকূলের শহর আনাতালিয়ায় রুশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএস সন্দেহে তিন রুশকে আটকের বিষয়টি কর্তৃপক্ষ অবগত আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ইস্তাম্বুলের ঐতিহাসিক জেলা সুলতানাহমেত বোমা হামলায় অন্তত ১০ জন নিহত। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/