ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে শাবাব হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সোমালিয়ায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে শাবাব হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন আল-শাবাবের যোদ্ধারা।

শুক্রবার (১৫ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এল-আদে শহরের ওই ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

হামলায় কয়েকডজন বিদেশি সৈন্য নিহত হয়েছে বলে আল-শাবাব দাবি করলেও তা উড়িয়ে দিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

এই ঘাঁটিতে আফ্রিকান ইউনিয়নভুক্ত কেনিয়ার সৈন্যরা থাকে। এটি কেনিয়া সীমান্ত থেকে একেবারেই কাছে।

সোমালিয়ার সামরিক কর্মকর্তারা জানান, শাবাবের যোদ্ধারা ঘাঁটিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটাতে থাকে। তৎক্ষণাৎ তাদের প্রতিরোধ করে শান্তিরক্ষীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পল এনজুগুনা বলেন, গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে সন্ত্রাসীরা হামলা চালায়। সৈন্যরা সন্ত্রাসীদের হটিয়ে দিতে লড়াই করছেন। এখনও লড়াই চলছে।

শাব‍াব দাবি করেছে, তাদের যোদ্ধারা কয়েকডজন কেনীয় সৈন্যকে হত্যা করেছে। কিন্তু সোমালিয়ান সামরিক বাহিনী এ কথা অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।