ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: অনেকটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

একই দিন বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে তাইওয়ানের ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কেএমটির এরিক চু।

প্রথমবারের মতো তাইওয়ানের নাগরিকরা নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এসএইচ





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।