ঢাকা: দেশীয়ভাবে তৈরি ও পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্রুজ মিসাইল ‘রা-অ্যাড’র সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
বুধবার (২০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, মঙ্গলবার ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। ২০০৭ সালের পর এই প্রথম ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো পাকিস্তান। একহাজার কিলোগ্রামের এই মিসাইলটি লম্বায় পাঁচ মিটার।
নতুন এই মিসাইলটি সাড়ে তিন’শ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে সর্বোচ্চ নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য ক্রুজ মিসাইলটি রাডার ফাঁকি দিয়ে কম উচ্চতায় উড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফল এই পরীক্ষার জন্য দেশটির প্রেসিডেন্ট ও প্রাধানমন্ত্রী সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/টিআই