ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়াকে সায়েস্তা করতে একমত দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
উ. কোরিয়াকে সায়েস্তা করতে একমত দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়াকে সায়েস্তা করতে একমত হয়েছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছে পিয়ংইয়ং, তারই জবাবে কঠোর হতে চলেছে সিউল ও ওয়াশিংটন।



বুধবার (২০ জানুয়ারি) এক বৈঠকে এ ব্যাপারে একমত হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে যোগ দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আর দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইউন বাইউং-সে।

বৈঠকে উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ বাড়ানোর ব্যাপারে একমত হয় উভয়পক্ষ। সেই সঙ্গে পিয়ংইয়ংয়ের মিত্র বলে পরিচিত বেইজিংও এ নিষেধাজ্ঞা আরোপে বিরোধিতা করবে না বলে আশা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) ৫.১ মাত্রায় কেঁপে ওঠে উত্তর কোরিয়া। কিছু পরই কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি। আর এতেই ভাঁজ পড়ে প্রতিবেশী জাপান, দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক শক্তিগুলোর কপালে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।