ঢাকা: মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) ভেরাক্রুজ প্রদেশে দেশটির জাতীয় তেল কোম্পানি ‘পেমেক্সে’র একটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ফেডারেল ইমার্জেন্সি প্রধান লুইস ফেলিপ পুয়েন্ট বলেন, বিস্ফোরণে তিনজন নিহত ও ৪৫ জনেরও বেশি আহত হয়েছেন।
তবে এ ঘটনায় ৬০জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন ভেরাক্রুজ প্রদেশের গভর্নর জেভিয়ার ডুরেট।
পেমেক্স জানায়, বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। কোম্পানির প্রধান তেল রফতানির হাব কোয়াটজাকোলকস বন্দরের কাছে তিনটি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
এ ঘটনায় প্ল্যান্টগুলোতে শতাধিক লোক আটকা পড়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতেও ওই কোম্পানির একটি প্ল্যান্টে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ২০১৩ সালে পেমেক্সের সদর দফতরে বিস্ফোরণে ৩৭জনের প্রাণহানি ঘটে। আর ২০১২-এর সেপ্টেম্বরে এ সংখ্যা ছিলো ২৬জনে।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমএ/