ঢাকা: ভারী বর্ষণে কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। ভবনের ভেতরে চাপা পড়ে তিনজন মারা গেছে।
তবে নিশ্চিত হওয়া যায়নি, ভবনের ভেতরে কতজন মানুষ ছিলো।
শনিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ভারী বর্ষণে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। কেনিয়ার রেড ক্রসের কর্মীদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী।
রেড ক্রসের মুখপাত্র ভিন্যান্ট বলেন, আমরা এখনও ধসে পড়া ভবনের ভেতরে মানুষ কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। ইতোমধ্যে কমপক্ষে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এটি