ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মমতার ভাগ্য নির্ধারণে রায় দিলেন ভোটাররা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
মমতার ভাগ্য নির্ধারণে রায় দিলেন ভোটাররা

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোটেই ভাগ্য নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের, কেননা এটি তার ঘরের আসন।

শনিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোট দেন ভোটাররা।

রাজ্যের দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় মোট ৫৩টি আসনে এ দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে ৪৩ জন নারীসহ ৩৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরসহ বিধানসভার দশটি আসনে ভোট হয়।

দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি আর হুগলি জেলার ১৮টি আসনে ভোটগ্রহণ হয়।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী দীপা দাশ মুন্সী।

রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস ও পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীরা।

সিপিএমের সুজন চক্রবর্তী, কংগ্রেসের আবদুল মান্নান, বিজেপির চন্দ্র কুমার বসুর ভাগ্য নির্ধারণেরও ভোট ছিলো এটি।

১৪ হাজার ৫০০ নির্বাচনী বুথে প্রায় ১ কোটি দুই লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিকেল ৪টা পর্যন্ত ৭৩ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। হুগলিতে এ হার ছিলো ৭২.৪৭ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৫৮.০৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৭৩.১৯ শতাংশ।

ছয় দফার ভোটে পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয় ৪ এপ্রিল। সর্বশেষ অর্থা‍ৎ ষষ্ঠ দফার ভোট হবে ৫ মে।

দুই দফায় আসামে বিধানসভার নির্বাচন হয় ৪ ও ১১ এপ্রিল। এসব নির্বাচনের ফল ১৯ মে প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
টিআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।