ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এপ্রিলে চীনে উৎপাদন কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ১, ২০১৬
এপ্রিলে চীনে উৎপাদন কমেছে

ঢাকা: সদ্য সমাপ্ত এপ্রিল মাসে চীনের উৎপাদন খাত আশানুরূপ সাফল্য করতে পারেনি বলে এক জরিপের ফলাফলে উঠে এসেছে।

দ্য চায়না ফেডারেশন অব লজিস্টিক অ্যান্ড পারচেজিং জানায়, গত মাসে দেশটির পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় কমে ৫০.১ পয়েন্টে দাঁড়িয়েছে।

মার্চে পিএমআই ছিল ৫০.২ পয়েন্ট।

পিএমআইয়ের অবস্থান ৫০ পয়েন্টের ওপরে থাকলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবেই বাড়ছে বলে জানিয়েছে ফেডারেশনটি।

এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে, যা হয়েছে ৬.৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।