ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সংস্কারাধীন মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার (০১ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হয়, শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই শ্রমিক। দুর্ঘটনার সময় মসজিদটিতে কয়েকশ’ মুসল্লি জুমার নামাজ আদায় করছিলেন।
এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেক মুসল্লি আটকে পড়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় মসজিদের সংস্কার কাজে দ্বায়িত্বরত এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
ব্যাপক বৃষ্টিপাত ও সংস্কার কাজের কারণে মসজিদটির ভিত নড়বড়ে হয়ে যাওয়ায় ধসের প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ০১, ২০১৬
আরএইচএস/জেডএস