ঢাকা: যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ার আলেপ্পোতে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র।
সোমবার (০২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এর আগে শান্তি আলোচনার জন্য রোববার (০১ মে) জেনেভায় পৌঁছান জন কেরি। এ সময় তিনি সিরিয়ায় জাতিসংঘ মিশন প্রধান, সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, আমরা সরাসরি রাশিয়ানদের সঙ্গে আলোচনায় বসবো। প্রয়োজন হলে এক্ষুনি।
আলেপ্পোর সহিংসতা বন্ধ করাই এখন তাদের মূল লক্ষ্য বলেও জানান তিনি। এ সময় তিনি আলেপ্পোতে বোমা হামলা বন্ধসহ সিরিয়ায় যুদ্ধবিরতির সময় বাড়ানোর আহ্বান জানান।
এদিকে গত দশ দিনে আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা ও বিমান হামলা এবং বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ২৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ০২, ২০১৬
আরএইচএস/আরআই