ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প ঝড়ে উড়ে গেলেন ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ৪, ২০১৬
ট্রাম্প ঝড়ে উড়ে গেলেন ক্রুজ

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প ঝড়ে ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ। মঙ্গলবার অনুষ্ঠিত ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে বড় জয় পেয়েছেন ট্রাম্প।

টেড ক্রুজকে হারিয়ে তিনি এ জয় পান।

বুধবার (০৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
 
ট্রাম্পের এ জয়ের ফলে মনোনয়ন দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন টেড ক্রুজ।   ৫৩ শতাংশ ভোট পেয়ে ট্রাম্প এ জয় নিশ্চিত করেন।

অপরদিকে, ইন্ডিয়ানায় স্বল্প ব্যবধানে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। বার্নি স্যান্ডার্স এই রাজ্যে ৫২.৪৮ শতাংশ ভোট পেয়েছেন। হিলারি পেয়েছেন ৪৭.৫২ শতাংশ ভোট।

জয়ের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই দেশ সুন্দর ও ভালোবাসাময় দেশ হতে যাচ্ছে। ’

টেড ক্রুজ বলেন, 'ডোনাল্ড ট্রাম্প আপনাদের সঙ্গে ছলনা করছেন। কারণ ট্রাম্প নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডকে বলেছেন তিনি কোনো প্রাচীর নির্মাণ করবেন না, কাউকে বিতাড়িতও করবেন না। কিন্তু তিনি সে কথা রাখেননি। ’

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ০৪, ২০১৬
টিআই  

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।