ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেনের ঝাঁকুনিতে অসুস্থ ৩০ যাত্রী, নিতে হলো হাসপাতালেও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ৫, ২০১৬
 প্লেনের ঝাঁকুনিতে অসুস্থ ৩০ যাত্রী, নিতে হলো হাসপাতালেও

ঢাকা: ইন্দোনেশিয়ার আকাশে মিড এয়ার টার্বুলেন্সে বা ঝাঁকুনিতে পড়ে অসুস্থ হয়ে পড়লেন ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ৩০ আরোহী। বুধবার ( মে ০৪) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে রওনা হওয়া ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবতরণের মাত্র ৪৫ মিনিট আগে এই এয়ার টার্বুলেন্সের শিকার হয়।

শেষ পর্যন্ত নিরাপদেই জাকার্তায় অবতরণ করে এয়ারবাস এ ৩৩০-৩০০ প্লেনটি। তবে ঝাঁকুনি এত মারাত্মক ছিলো যে আহত দশ আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়।

ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয় প্লেনের কেবিন লাগেজ বিন। বেরিয়ে আসে যাত্রীদের জন্য রাখা প্লেনের অক্সিজেন মাস্কও। এ ঘটনার পর ওই প্লেনের রিটার্ন ফ্লাইট বাতিল করে বিকল্প ফ্লাইটের ঘোষণা দেয় ইত্তেহাদ কর্তৃপক্ষ।

বিমানবন্দর ও ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি‘র কর্তৃপক্ষ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্লেনটি পরিদর্শন করে দেখছেন।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।