ঢাকা: উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (০৬ সকালে) সকাল থেকে দেশটির রাজধানী পিয়ং ইয়াংয়ের সেন্ট্রাল স্কয়ারে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে যোগ দিতে দেশটির বিভিন্ন স্থান থেকে দলটির নেতকর্মীরা সমবেত হতে শুরু করেছেন। এ জন্য রাজপথের দুই পাশে দলীয় পতাকাসহ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে।
দেশটির প্রধান নেতা কিম জং উন তার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, পারমাণবিক সক্ষমতাসহ বিভিন্ন ইস্যুতে সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। এ সম্মেলনে নিউজ কাভার করতে বিদেশি প্রায় ১০০ সাংবাদিক দেশটিতে রয়েছেন।
সম্মেলনটি ঘিরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের যথেষ্ট আগ্রহ রয়েছে। কেননা এ সম্মেলন থেকে উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট বিষয়ক পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৬, ২০১৬
টিআই