ঢাকা: দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ কলম্বিয়ায় মাদকপাচার রোধে প্লেন হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী। তারা মাদক সংরক্ষণে বিভিন্ন স্থানগুলোও গুঁড়িয়ে দেবে বলে পরিকল্পনা হয়েছে।
শনিবার (০৭ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লুইস কার্লোসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
লুইস কার্লোস জানান, কলম্বিয়ায় মাদক পাচারে তিনটি সশস্ত্র বাহিনী কাজ করছে। যাদের সদস্য সংখ্যা তিন হাজারের বেশি। এর মধ্যে রয়েছে, ক্ল্যান ইউসুগা, লস পেলুসস ও লস পানটিলিরস। তারা দেশি-বিদেশি বিভিন্ন ছোট-বড় চক্রের সঙ্গে সমন্বয় রেখে নিজেদের কার্যক্রম পরিচালিত করছে।
এই বাহিনীগুলোর সঙ্গে মাফিয়া দলগুলোর ভালো সখ্য রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল বলেছেন, অভিযানে এই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দেবে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরএইচএস/আইএ