ঢাকা: তুর্কি নাগরিকদের ভিসা ছাড়াই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ভ্রমণের বিনিময়ে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগান এ ঘোষণা দেন বলে শনিবার ( ৭ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইইউকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘তোমরা তোমাদের পথে হাঁটো, আমরা আমাদের পথে। ’
এর আগে ইইউ এর সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন দেশটির প্রধানমন্ত্রী আহমদ দাভাতগলু।
তবে এই ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মতভেদের জের ধরে বৃহস্পতিবার (৫ মে) রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দাভাতগলু।
এর এক দিন পরই ইউরোপের সঙ্গে পৃথক রাস্তায় হাঁটার এ ঘোষণা দিলেন এরদোগান।
এদিকে দাভাতগলুর সঙ্গে ইইউয়ের সঙ্গে আলোচনা অনুযায়ী, তুরস্কের সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের বিনিময়ে ইইউয়ের দেশগুলোতে ভিসা ছাড়াই ৯০ দিন অবস্থান করতে পারবেন তুর্কি নাগরিকরা।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরএইচএস/আরআই