ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে বাস খাদে পড়ে ৪ পূণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
সৌদি আরবে বাস খাদে পড়ে ৪ পূণ্যার্থী নিহত

ঢাকা: সৌদি আরবের মদিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন ওমরাহ হজযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (০৮ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মদিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ দুগাল জানান, শুক্রবার (০৬ মে) মদিনা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৯ জন ওমরাহ হজযাত্রী মদিনার উদ্দেশে যাচ্ছিলেন। আকস্মিকভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে চারজন নিহত হন।

নিহতদের পরিচয় জানানো হয়নি। তবে আহতদের মধ্যে ১৭ জন মিশরের, ১৪ জন পাকিস্তানের, ছয়জন ইয়েমেনের, সাতজন সুদানের এবং একজন ভারতের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মরদেহ দেশটির আল মিকাত হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত-নিহত সবাই ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।