ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সৌদি পেট্রোলিয়াম নীতি স্থিতিশীল থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
‘সৌদি পেট্রোলিয়াম নীতি স্থিতিশীল থাকবে’

ঢাকা: সৌদি আরবে পেট্রোলিয়াম নীতি স্থিতিশীল থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির তেল মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী খালিদ আল ফালিহ।

রোববার (০৮ মে) এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

 

বিবৃতিতে সৌদি আরবের নতুন তেলমন্ত্রী বলেন, সৌদি আরবে  পেট্রোলিয়াম নীতি স্থিতিশীল থাকবে। এছাড়া বিশ্বে জ্বালানি ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে আমাদের অবস্থানও থাকবে আগের মতো।  

আরও পড়ুন: দুই দশক পর সৌদির তেলমন্ত্রীকে সরানো হলো

গত ০৭ মে সৌদি আরবের দীর্ঘ ২১ বছর থেকে তেলমন্ত্রীর দায়িত্বে থাকা আলী আল নাইমিকে সরিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালাহকে এ পদে নিযুক্ত করে দেশটির সরকার।  

এদিকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে নাইমি বিশ্বে তেল রফতানিকারক দেশসমূহের সংস্থার (ওপেক) বিভিন্ন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনেন। যার প্রভাব পড়ে তেলের মূল্য নির্ধারণেও।  

২০১৪ সাল থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমছে। সে সময়ে তেলের দাম ১০০ ডলারের বেশি থাকলেও বর্তমানে তা কমে ৪৫ ডলারে নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।