ঢাকা: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে ট্রাক চাপায় চার নারী ও এক শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (০৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অনুষ্ঠানে যোগদান শেষে একদল লোক একটি ভ্যানে করে পুদিয়ামপুত্তর থেকে ভিরুদুনগর জেলার ইরুক্কানকুদিতে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় চাকা পরিবর্তনের জন্য ভ্যানটি রাস্তার পাশে দাঁড়ায়। এসময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।
এতে আহত চারজনকে চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে নিলে সেখানে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
জেডএস