ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ায় বিবিসি’র সাংবাদিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ৯, ২০১৬
উ. কোরিয়ায় বিবিসি’র সাংবাদিক বহিষ্কার

ঢাকা: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েসকে উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত শুক্রবার (০৬ মে) তাকে আটক করা হয়।

একইসঙ্গে মারিয়া বার্নি নামে এক প্রযোজক ও ম্যাথিও গোদ্দারদ নামে এক ক্যামেরাম্যানকেও বহিষ্কার করা হয়েছে।

বর্তমানে দেশে ফেরত পাঠানোর জন্য মধ্যস্ততাকারীর মাধ্যমে তাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে। ওর্য়াকার্স পার্টির কংগ্রেসের জন্য বিবিসি’র দলটি উত্তর কোরিয়া যায়।  

উইংফিল্ড হায়েসের বিরুদ্ধে অভিযোগ- তিনি উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে রির্পোট করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে বিবিসি’র ওই সাংবাদিককে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ। এসময় তার কাছ থেকে একটি বিবৃতিতে স্বাক্ষর রাখা হয়। তবে বিবৃতির বিষয় কী ছিলো তা জানায়নি সংবাদমাধ্যম।

আটকরা একটি গবেষণাভিত্তিক প্রামাণ্য প্রতিবেদনের জন্য দেশটিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দেশটিতে অবস্থানকারী বিবিসির আরেক সাংবাদিক স্টিফেন ইভানস জানান, তাদের তৈরি প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতৃত্বস্থানীয়রা অসন্তুষ্ট ছিলেন। রিপোর্টে দেশটির রাজধানীর জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।