ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হলেন রডরিগো দুর্দাতে।
মঙ্গলবার (১০ মে) বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ক্যাথলিক চার্চ পরিচালিত সরকার কর্তৃক স্বীকৃত মনিটর সংস্থা পিপিসিআরভি অনুযায়ী, রডরিগো পেয়েছেন ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার রোকজাসের প্রাপ্তভোট সংখ্যা ৯১ লাখ ৮৩ হাজার ৯২৮টি।
এদিকে ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন জেজোমার বিনে। দ্রুতই সরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
‘দ্য পানিশার’ নামে দেশটির জনগণ নয়া প্রেসিডেন্ট রডরিগোকে চেনেন। তিনি ফিলিপাইনের সাবেক প্রসিকিউটর এবং দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের ২২ বছরেরও বেশি সময় ধরে মেয়র হিসেবে ছিলেন। নির্বাচনী প্রচারণায় সাবেক এ মেয়র বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। প্রেসিডেন্ট হলে ছয়মাসের মধ্যে দেশ থেকে মাদকপাচার এবং দুর্নীতি দূর করবেন, নির্বাচনী ইশতেহার তিনি এমনটি বলেছেন।
***ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
আইএ