ঢাকা: সততার দৃষ্টান্ত বহু। আর প্রতিটি দৃষ্টান্তই আরেকটি নতুন ‘দৃষ্টান্তের’ সূত্র।
গত শনিবার (০৫ মে) জয়রামের অটোরিকশায় চড়েন বানদুপের বাসিন্দা অমিত নায়ার। বেসরকারি একটি অফিসের কর্মকর্তা বানদুপ সকাল ১০টার দিকে মালভানি থেকে অটোরিকশায় চড়ে মালভানির ফায়ার ব্রিজ জংশনে নামেন। কিন্তু নামার সময় তিনি সঙ্গে থাকা ব্যাগটি ভুলে অটোরিকশায় ফেলে যান।
যাতে একটি আইপ্যাড, একটি ট্যাবলেট ও অন্যান্য পণ্যসহ ৫০ হাজার রুপির (১ রুপি সমান ১.১৮ টাকা) পণ্য ছিল।
কয়েক মিনিটের মধ্যে নায়ার বুঝতে পারেন ব্যাগটি তিনি অটোরিকশায় ফেলে এসেছেন। দ্রুত তিনি অটোরিকশা চালক জয়রামকে ফোন করে ব্যাগ নিয়ে মালভানি পুলিশ স্টেশনে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যেই জয়রাম ব্যাগ নিয়ে হাজির হন এবং তা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে মালভানি পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর মিলিন্দ খিতলি বলেন, ব্যাগের সবকিছুই ঠিকঠাক ছিল। অটোরিকশা চালকের সততা প্রশংসার দাবি রাখে। আমরা তাকে পুরস্কৃত করার চিন্তা করছি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
জেডএস