ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে অগ্নিকাণ্ডে ৯ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
স্পেনে অগ্নিকাণ্ডে ৯ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

ঢাকা: স্পেনের মাদ্রিদে অব্যহৃত (বাতিল) টায়ারের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টায়ার পোড়া বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পেতে আশপাশে বাসরত প্রায় ৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (১২ মে) দেশটির কুইনন দে সিসেনা শহরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও শুক্রবার (১৩ মে) নগাদ তা ভয়াবহ আকার নেয়।  

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয় স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগুন নেভাতে কাজ করছে দেশটির দমকল বাহিনীর প্রায় ১০টি ইউনিট।

বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।