ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কড়া নীতিতে ভারতে পশুর প্রতি নিষ্ঠুরতা কমেছে ৬৪ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
কড়া নীতিতে ভারতে পশুর প্রতি নিষ্ঠুরতা কমেছে ৬৪ ভাগ ছবি: সংগৃহীত

ঢাকা: কড়া নীতির কারণে ভারতের ৮টি রাজ্যে পশুর প্রতি নিষ্ঠুরতা ৬৪ ভাগ কমে গেছে। সম্প্রতি পার্লামেন্টে উত্থাপিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

 

রোববার (১৪ মে) এ বিষয়ে প্রতিবেদন করে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই ৮টি রাজ্যের মধ্যে রয়েছে, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা ও মহারাষ্ট্র।

উত্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ সালে ওই ৮টি রাজ্যে পশুর প্রতি নিষ্ঠুরতা বিষয়ক প্রায় ৫ হাজার মামলা রেকর্ড করা হয়। যেখানে ২০১৩-১৪ সালে এই ধরনের মামলা ছিল ১৪ হাজার।

যদিও বিশেষজ্ঞদের মতে, ওই মামলাগুলো ছিল পশুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের (পাচার)। নিরীহ পশু হত্যার বা নিপীড়নের আসল ঘটনা বরাবরই আড়ালে থেকে যায়।

তবে প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পশুর প্রতি নিষ্ঠুরতা হ্রাসের এই চিত্র সরকারের নীতির কারণেই ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।