ঢাকা: শ্রীলঙ্কায় গত কয়েক দিনের বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ভূমিধসে মারা গেছেন।
বুধবার (১৮ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রদীপ কোদিপ্পিলি জানান, মঙ্গলবার (১৭ মে) দেশটির রাজধানী কলোম্বো থেকে ৭২ কিলোমিটার দূরের একটি গ্রামে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
এর আগে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, শ্রীলঙ্কায় গত কয়েক দিনের বন্যা ও ভূমিধসের ঘটনায় গুড়িয়ে গেছে তেরো’শ বাড়ি-ঘর, আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকে।
এদিকে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
আরএইচএস/টিআই