ঢাকা: ইয়েমেনে বিরোধীদের দমনে ‘গণগ্রেফতার’ চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। অস্ত্রের মুখে বিরোধী শিবিরের লোকদের ধরে নিয়ে ‘বন্দিশালায়’ পুরছে তারা।
এই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (১৮ মে) এ বিষয়ে সংবাদ করে বিশ্ব সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যামনেস্টি সাম্প্রতিক ৬০টি ঘটনা পর্যবেক্ষণ করে জানাচ্ছে বিদ্রোহীরা গণহারে গ্রেফতার ও তাদের সৈন্যবাহিনী অপহরণের ঘটনাও ঘটাচ্ছে। গণগ্রেফতারে শিকার লোকদের মধ্যে বিরোধী রাজনীতিবিদ ছাড়াও রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ এবং অধিকারকর্মীরা।
রাজধানী সানা দখলের পর সরকারি বাহিনী ও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে হুথিরা। দু’পক্ষের সহিংসতায় ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এইচএ/