মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাকজিন্স্কি ও তাঁর স্ত্রীসহ ১৩২ জন নিহত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত পোলিশ সেনাদের স্মরণে আয়োজিত শোকসভায় যোগ দিতে বিমানটি মস্কো থেকে স্মোলেনস্ক শহরে যাচ্ছিল।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা জানান, শনিবার গ্রিনিচ সময় ছয়টা ৫৬ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
স্মোলেনস্ক শহরের গভর্নর সের্গেই আন্তুফিয়েভ জানান, ঘন কুয়াশার মধ্যে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে রয়েছেন পোল্যান্ডের সেনাপ্রধান ফ্রান্সিসজেক গাগর, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্লাভোমির স্ক্রিজিপেক, উপপরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ক্রেমারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।