ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেট থেকে বের হলো ৪০টি ছুরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
পেট থেকে বের হলো ৪০টি ছুরি!

ঢাকা: যখন একজন রোগীর তলপেটে ব্যথা হয় তখন চিকিৎসকরা ভেবে নেন বাইরের কোনো কিছু খাওয়াতে তার এ অবস্থা হয়েছে নতুবা পেটে টিউমার জাতীয় কিছু হয়েছে।  

কিন্তু শুক্রবার (১৯ আগস্ট) ভারতের অমৃতসর কর্পোরেট হাসপাতালে ঘটলো ভিন্ন ধরনের ঘটনা।

রোগী পেটের ব্যথা নিয়ে এসেছিলেন। কিন্তু চিকিৎসা করতে গিয়ে অবাক হলেন চিকিৎসকরা।

কারণ হিসেবে হাসপাতালটির সার্জারি বিভাগের প্রধান জাতিন্দার মালহোত্রা জানান, তলপেটের ব্যথার কারণে তাদের কাছে এক রোগী আসেন। রোগীকে প্রাথমিকভাবে পরীক্ষা করে পেট ব্যথার কোনো কারণ খুঁজে না পেয়ে রোগীর আল্ট্রাসাউন্ড করান। এ সময় ওই রোগীর পেটে কিছু ধাতব জাতীয় পদার্থ দেখতে পান তারা।

এন্ডোস্কোপি ও সিটি স্ক্যান করে সংশ্লিষ্ট চিকিৎসকরা বুঝতে পারেন রোগীর পেটে ধাতব জাতীয় পদার্থগুলো আর কিছু না, সেগুলো ছুরি।

পরে তারা রোগীকে সুস্থ করতে অপারেশন করার সিদ্ধান্ত নেন। পাঁচজন ডাক্তারের সম্বনয়ে গঠন করা হয় একটি টিম। অপারেশন সফল করতে দুই দিন ধরে পরিকল্পনা করা হয়।

জাতিন্দার মালহোত্রা বলেন, প্রায় ৫ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। রোগীর পেটের ভেতর থেকে বের হতে থাকে ছুরি। সর্বমোট ৪০টি ছুরি উদ্ধার হয় তার পেট থেকে।

‘আমার দীর্ঘ ডাক্তারি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন ছিল এটি। এরকম অদ্ভুত কেসও আমি আগে কখনও দেখিনি। ’, যোগ করেন তিনি।

অপারেশনের পর রোগী সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রোগী জানান, প্রায় দুই মাস ধরে এই ছুরিগুলো খেয়েছেন তিনি।  

রোগী বলেন, আমার কাছে ছুরির স্বাদ ভালো লাগতো। তাই আমি এগুলো খেতাম।

এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, পেটের ভেতর ছুরিগুলোর কয়েকটি ফলা-বন্দী অবস্থায়, কয়েকটি মুক্ত অবস্থায় এবং কয়েকটি মরচে ধরা অবস্থায় পাওয়া গেছে। তবে ছুরিগুলো রোগীর শরীরের ভেতরে কোনো ক্ষতি করেনি।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।