ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অকল্যান্ড ওয়ারহাউজে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
অকল্যান্ড ওয়ারহাউজে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালোফোর্নিয়ার অকল্যান্ডে একটি ওয়ারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। 

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালোফোর্নিয়ার অকল্যান্ডে একটি ওয়ারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।  

স্থানীয় সময় শনিবার (০৩ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

কতৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ওয়ারহাউসের মাত্র  ২০ ভাগ সার্চ করা সম্ভব হয়েছে। বাকী ৮০ ভাগে এখনো উদ্ধারকারীরার যেতে পারেনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে, আগুন লাগার কারণ এখনো অজানা। এখন শুধু উদ্ধারকাজ চালানো হচ্ছে।  

অকল্যান্ডের ফায়ার চিফ টেরেসা ডকরেস বলেন, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ারহাউসে ৫০-১০০ জন মানুষ ছিলেন।

পুরাতন ওই ওয়ারহাউজটিকে সবাই ভূতের জাহাজ নামে ডাকতো। শুক্রবার ওই ভবনে ইলেক্ট্রনিক গ্রুপ গোল্ডেন ডোনার একটা কনসার্ট চলছিল।   

তিনি আরও জানান, ওই ভবনে কোনো ফায়ার এলার্ম নেই। এজন্য দমকল কর্মীরা কোনো সাইরেন শুনতে পাননি।  আরও ৪৮ ঘণ্টা এখানে উদ্ধার কাজ চলবে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানালেন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।