ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বিশাল শূন্যতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বিশাল শূন্যতা

তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদী।

ঢাকা: তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদী।

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতে জয়ললিতার মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করে নরেদ্র মোদী এ কথা জানান।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘জয়ললিতার চলে যাওয়া ভীষণ শোকের। তার চলে যাওয়ায় ভারতের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। ’

মোদী অপর এক টুইট বার্তায় বলেন, ‘এই শোকের মুহূর্তে তামিলনাড়ুর জনগণের সঙ্গে আমার শুভকামনা ও আশীর্বাদ থাকছে। ’

এদিকে, প্রভাবশালী এ রাজনীতিক ও অভিনেত্রীর মৃত্যুতে দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন। শোকের ছায়া নেমে এসেছে তামিলনাড়ু রাজ্যজুড়ে।

তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ‘আম্মা’ খ্যাত জনপ্রিয় নেত্রী জয়ললিতা (৬৮) সোমবার (০৫ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিলনাড়ু রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত প্রায় তিনমাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ললিতা।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি (সোমবার) রাত সাড়ে ১১টায় না ফেরার দেশে চলে যান।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।