ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের হামলায় মায়ানমার সীমান্তে ২ ভারতীয় পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বিদ্রোহীদের হামলায় মায়ানমার সীমান্তে ২ ভারতীয় পুলিশ নিহত

ভারতের মণিপুর রাজ্যের লোখাও এলাকার মায়‍ানমার সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় দুই ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পুলিশ কর্মকর্তা।

ঢাকা: ভারতের মণিপুর রাজ্যের লোখাও এলাকার মায়‍ানমার সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় দুই ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে তারা কোন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য প্রাথমিকভাবে তা জানা যায়নি।

খবরে বলা হয়, বিদ্রোহীরা ভারতীয় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় অপর এক পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপ‍াতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ হামলার ঘটনায় মণিপুর রাজ্যের মুখমন্ত্রী ওকরাম ইবোবি সিং ওই এলাকায় আগেই নির্ধরিত সফর স্থগিত করেছেন।

হামলাটির উদ্দেশ্য এবং কারণ জানা যায়নি। তবে এ হামলাকে জঙ্গি হামলা বলে মনে করছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ