ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথামিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি দেশটির প্যারামংগা শহর থেকে ১০৯ কিলোমিটার পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ওএইচ/টিআই