ঢাকা: আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে পেছন থেকে গুলি করে হত্যাকারী বন্দুকধারীর বাবা-মাসহ বেশ ক’জন আত্মীয়-স্বজনকে আটক করেছে পুলিশ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু জানায়, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আইদিন থেকে হামলাকারীর মা-বাবা-বোন ও দুই আত্মীয়সহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে আন্দ্রেই কার্লভের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আঙ্কারায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আন্দ্রেই কার্লভকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ওই হামলাকারী পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তবে পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেডএস