ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার প্লেন অপহরণ, মাল্টায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
লিবিয়ার প্লেন অপহরণ, মাল্টায় জরুরি অবতরণ ছবি: প্লেনটির অবতরণ, সংগৃহীত

১১৮ জন যাত্রী নিয়ে লিবিয়ার একটি অভ্যন্তরীণ প্লেন অপহরণের শিকার হয়েছে। যা পাশের দেশ মাল্টায় জরুরি অবতরণ করেছে বলে জানা...

ঢাকা: ১১৮ জন আরোহী নিয়ে লিবিয়ার একটি অভ্যন্তরীণ প্লেন অপহরণের শিকার হয়েছে। যা পাশের দেশ মাল্টায় জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে।

আরোহীদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একজন শিশু রয়েছে।

লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ‘আফ্রিকিউয়া এয়ারওয়েজের’ এয়ারবাস এ-৩২০ ফ্লাইটটি দুই অপহরণকারী যাত্রীবেশে শুক্রবার (২৩ ডিসেম্বর) অপহরণ করেন। তাদের একজনের হাতে হ্যান্ডগ্রেনেড ছিল, তারা প্লেটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
ছবি: প্লেনটির রুট, সংগৃহীতমাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট এক টুইটে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কী উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।