ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত পথ আগামী দেড়-দুই বছরের মধ্যে বন্ধ (সিল) করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, এটি ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকারের অন্যতম গুরুত্বের কাজ।
ভারতের আসামের গোহাটিতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসামের জনগণের অধিকার রক্ষার বিষয়ে সংবিধান অনুযায়ী সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
পার্টির নেতাদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে চাই। যাতে আগামীতেও আমরা বিভিন্ন ধরনের প্রকল্পকে এগিয়ে নিতে পারি।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল এ সময় অভিমত প্রকাশ করেন, অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে এমন সিদ্ধান্ত বেশ কাজে দেবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আইএ