ঢাকা: পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে পাঞ্জাবের তোবা তেক সিং এলাকায় খ্রিস্টান কলোনিতে গণহারে বিষাক্ত মদপানের ঘটনায় প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে।
প্রাথমিক ১২ জনের মৃতের খবরের পর দ্রুতই তা ২৪ জনে পৌঁছায়। তবে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো ১০ জন মারা যান।
এদিকে এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আরো বেশ কয়েকজন চিকিৎসাধীন। জেলা হেডকোয়ার্টার হাসপাতালের চিকিৎসক ড. আসিফ মেহমুদ সালেমি জানান, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে এখন পর্যন্ত ১০৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।
২০১৪ সালের অক্টোবরে বিষাক্ত মদপানে ২৯ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের অক্টোবরে পাঞ্জাব প্রদেশে এমন কাণ্ডে ১১ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেডএস