ঢাকা: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১১ সাল থেকে চলতি বছরের শেষ পর্যন্ত ৩৪০ জনকে হত্যা করেছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। পথের কাঁটা সরাতে ওইসব মানুষদের বিচারে-বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে ক্ষেপাটে কিম মৃত্যুদণ্ড কার্যকর করেন।
দেশটির জাতীয় নিরাপত্তা কৌশল ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, পাঁচ বছর আগে ক্ষমতায় এসে চড়াই উতরাই শুরু করেন তিনি, যার সবই করেছেন ক্ষমতা টিকিয়ে রাখতে।
হত্যা করা মানুষদের মধ্যে, ১৪০ জন সরকারি লোকসহ অন্যদের মধ্যে রয়েছেন সামরিক ও কোরিয়ান ওয়ার্কাস পার্টির ক্ষমতাসীন সিনিয়র কর্মকর্তারা।
এছাড়া গত পাঁচ বছরে কিম পাঁচবার প্রতিরক্ষা মন্ত্রী পরিবর্তন করেছেন, যেখানে তার বাবা কিম জং-ইল ১৭ বছরের শাসনে মাত্র তিনবার প্রতিরক্ষায় এনেছিলেন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আইএ